স্বর্ণমন্দিরে সুখবীর সিং বাদলের উপরে চলল গুলি

Spread the love

রোজদিন ডেস্ক:-  শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলকে লক্ষ্য করে গুলি। বুধবার সকালে অমৃতসর স্বর্ণমন্দিরের বাইরে ঘটনাটি ঘটেছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সুখবীর। গুলি তাঁর গায়ে লাগেনি। উপস্থিত লোকজন হামলাকারীকে ধরেও ফেলেছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
স্বর্ণমন্দিরে শিরোমনি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে চলল গুলি৷ অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন পঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। গুলি চলার সঙ্গে সঙ্গেই হামলাকারীকে ধরে ফেলেন উপস্থিত জনতা৷ বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। হামলাকারী নারায়ণ সিং চোড়াকে গ্রেফতার করেছে পুলিশ। অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ হারপাল সিং জানিয়েছেন, “ধৃত নারায়ণ সিং দল খালসার সদস্য”।
এদিনের এই হামলার খবর আগে থেকেই পুলিশের কাছে ছিল৷ সেই কারণে, গত কয়েকদিন ধরে ধৃত ব্যক্তির উপর নজর রাখা হয় বলে জানান এডিসিপি৷ ঘটনা প্রসঙ্গে শিরোমনি অকালি দলের শীর্ষ নেতা দলজিৎ সিং চিমা সাংবাদিকদের জানান, “ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন সুখবীর বাদাল। নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত না-থাকলে তাঁকে বাঁচানো যেত না।” তিনি আরও জানান, “মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির দায় নেওয়া উচিত সরকারের৷ সেই সঙ্গে, তাঁর উচিত শীঘ্রই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া৷” ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানান তিনি ৷
ঘটনার কিছুক্ষণের মধ্যেই তার ভিডিয়ো প্রকাশ্যে আসে ৷ সেখানে সুখবীর বাদলের দিকে এগিয়ে যেতে দেখা যায় এক ব্যক্তিকে৷ তাঁর কাছে আসতেই পকেট থেকে বন্দুক বের করে গুলি চালাতেও দেখা যায় হামলাকারীকে৷ তবে কয়েক মুহূর্তের মধ্যে তাঁর দুটি হাঁত ধরে নেন সুখবীর বাদলের পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী৷ আর তাতেই বেঁচে যান তিনি। (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি রোজদিন)
ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ প্রাণে বাঁচার জন্য নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান উপস্থিত জনতা৷ পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দরবার সাহেবে এসে রেইকি করে যান ধৃত নারায়ণ সিং। সেই কারণে, তাঁর উপর সন্দেহ হয় তাদের।
প্রসঙ্গত, সুখবীর সিং বাদলের বিরুদ্ধে ‘ধর্মকে অবমাননার’ অভিযোগ ওঠে। ২০১৫ সালে উপমুখ্যমন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে রাম রহিমকে ‘অন্যায় ভাবে’ সাহায্যের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গত ২ ডিসেম্বর এই মামলায় সুখবীর বাদলকে শাস্তি দেয় শ্রী অকাল তখ্ত সাহেব৷ তাঁকে গুরুদ্বারের শৌচালয় ও রান্নাঘর পরিষ্কার করার সাজা শোনান অকাল তখ্তের ৫ সিং সাহেব। কিন্তু পা ভাঙার কারণে আপাতত হুইলচেয়ারে বসে দরবার সাহেবের দ্বাররক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বুধবার সকলে সাজা পালনের সময় তাঁর উপর হামলা করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*