খোলনলচে বদলে যাবে পুরী স্টেশনের, এমনটাই জানালো ভারতীয় রেল

Spread the love
১২ দিনেই গোটা খোলনলচে বদলে যাবে পুরী স্টেশনের। এমনটাই জানিয়েছে ভারতীয় রেল। আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে স্টেশন সংস্কারের কাজ। চলবে টানা ১২ দিন। ২৫ সেপ্টেম্বর পরিস্থিতি আবার স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। এই ১২ দিন বন্ধ থাকবে বিভিন্ন দূরপাল্লার ট্রেন।
ভারতীয় রেলের তরফে এই ঘোষণা শোনার পরেই মাথায় হাত পড়েছে পর্যটকদের। পুজোর আগেই পুরী যাওয়ার ট্রেনের টিকিট বুক করে রেখেছিলেন বহু যাত্রী। হোটেল বুকিংও হয়ে গিয়েছিল অনেকের। যাত্রী দুর্ভোগে দুঃখপ্রকাশ করে দক্ষিণ-পূর্ব রেলে মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেছেন, ‘‘পুরী স্টেশনের সংস্কারের প্রয়োজন। গোটা স্টেশনেরই পরিবর্তন হবে। তাই ১২ দিন আমরা ট্রেন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছি।’’ তবে, আগামী ১২ সেপ্টেম্বর থেকেই যে সংস্কারের কাজে হাত দেওয়া হবে সেটা আগে ঠিক হয়নি বলেই জানিয়েছেন তিনি।
কী কী কাজ হবে পুরী স্টেশনের-
সঞ্জয় জানিয়েছেন, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে। প্ল্যাটফর্ম লাইন ৭ থেকে ৮টি হলে ২২ এবং ১৮ কোচের ট্রেন দাঁড়াতে পারে। কিন্তু সংস্কারের পর ২৬ কোচের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে। তা ছাড়া, রেল ইয়ার্ডের নকশা, ওভারহেড তার, সিগন্যালিং ব্যবস্থা, পয়েন্ট, স্লিপার সব কিছুরই সংস্কার হবে। উন্নতমানে রেল ইঞ্জিনের ব্যবস্থা করা হবে।
রেল সূত্রে খবর, হাওড়া, শিয়ালদা, চেন্নাই, মুম্বই, গান্ধীনগর-সহ দেশের নানা জায়গা থেকে পুরীগামী দূরপাল্লার ট্রেনগুলি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ভুবনেশ্বর-পুরীগামী ট্রেনগুলিও। শুধুমাত্র, কিছু গুরুত্বপূর্ণ ট্রেনে ছাড়পত্র দিয়েছে রেল।
এক ঝলকে দেখে নিন যে ট্রেনগুলি চলবে-
১২৮৩৭/১২৮৩৮ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস১২২৮৭/১২২৮৮ ধৌলি এক্সপ্রেস১৮৪০৯/১৮৪১০ শ্রী জগন্নাথ এক্সপ্রেস১২৮৭৫/১২৮৭৬ পুরী-আনন্দ বিহার-পুরী নীলাচল এক্সপ্রেস১২৮০১/১২৮০২ পুরী-নয়াদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস

এই ট্রেনগুলি বাতিল না করা না হলেও ট্রেন ছাড়া এবং গন্তব্যে পৌঁছবার সংয় পরিবর্তন হতে পারে বলেই জানিয়েছে রেল।

 ১২ দিনেই গোটা খোলনলচে বদলে যাবে পুরী স্টেশনের। এমনটাই জানিয়েছে ভারতীয় রেল। আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে স্টেশন সংস্কারের কাজ। চলবে টানা ১২ দিন। ২৫ সেপ্টেম্বর পরিস্থিতি আবার স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। এই ১২ দিন বন্ধ থাকবে বিভিন্ন দূরপাল্লার ট্রেন।
ভারতীয় রেলের তরফে এই ঘোষণা শোনার পরেই মাথায় হাত পড়েছে পর্যটকদের। পুজোর আগেই পুরী যাওয়ার ট্রেনের টিকিট বুক করে রেখেছিলেন বহু যাত্রী। হোটেল বুকিংও হয়ে গিয়েছিল অনেকের। যাত্রী দুর্ভোগে দুঃখপ্রকাশ করে দক্ষিণ-পূর্ব রেলে মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেছেন, ‘‘পুরী স্টেশনের সংস্কারের প্রয়োজন। গোটা স্টেশনেরই পরিবর্তন হবে। তাই ১২ দিন আমরা ট্রেন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছি।’’ তবে, আগামী ১২ সেপ্টেম্বর থেকেই যে সংস্কারের কাজে হাত দেওয়া হবে সেটা আগে ঠিক হয়নি বলেই জানিয়েছেন তিনি।
কী কী কাজ হবে পুরী স্টেশনের-
সঞ্জয় জানিয়েছেন, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে। প্ল্যাটফর্ম লাইন ৭ থেকে ৮টি হলে ২২ এবং ১৮ কোচের ট্রেন দাঁড়াতে পারে। কিন্তু সংস্কারের পর ২৬ কোচের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে। তা ছাড়া, রেল ইয়ার্ডের নকশা, ওভারহেড তার, সিগন্যালিং ব্যবস্থা, পয়েন্ট, স্লিপার সব কিছুরই সংস্কার হবে। উন্নতমানে রেল ইঞ্জিনের ব্যবস্থা করা হবে।
রেল সূত্রে খবর, হাওড়া, শিয়ালদা, চেন্নাই, মুম্বই, গান্ধীনগর-সহ দেশের নানা জায়গা থেকে পুরীগামী দূরপাল্লার ট্রেনগুলি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ভুবনেশ্বর-পুরীগামী ট্রেনগুলিও। শুধুমাত্র, কিছু গুরুত্বপূর্ণ ট্রেনে ছাড়পত্র দিয়েছে রেল।
এক ঝলকে দেখে নিন যে ট্রেনগুলি চলবে-
১২৮৩৭/১২৮৩৮ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস১২২৮৭/১২২৮৮ ধৌলি এক্সপ্রেস১৮৪০৯/১৮৪১০ শ্রী জগন্নাথ এক্সপ্রেস১২৮৭৫/১২৮৭৬ পুরী-আনন্দ বিহার-পুরী নীলাচল এক্সপ্রেস১২৮০১/১২৮০২ পুরী-নয়াদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস
এই ট্রেনগুলি বাতিল না করা না হলেও ট্রেন ছাড়া এবং গন্তব্যে পৌঁছবার সংয় পরিবর্তন হতে পারে বলেই জানিয়েছে রেল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*