কাশ্মীরের ডাল লেকের শিকারার ছোঁয়া পেল পুরুলিয়ার সাহেব বাঁধ

Spread the love

কাশ্মীরের ডাল লেকের শিকারার ছোঁয়া পেল পুরুলিয়ার সাহেব বাঁধ । গোটা রাজ্যের মধ্যে প্রথম এই শিকারায় চড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন পুরুলিয়াবাসী । রাজ্যের পর্যটন মানচিত্রে পুরুলিয়াকে শীর্ষ স্থানে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পক্ষ থেকে পুরুলিয়া পুরসভা শহরকে ঢেলে সাজানো হচ্ছে। নতুন ব্যবস্থা চালু হলে পুরুলিয়া পর্যটনের মুকুটে জুড়বে আরও একটি পালক ।

পরিকল্পনার কথা ঘোষণা হয়েছিল আগেই। পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান শামিম দাদ খান এক বছর আগে নতুন এই প্রকল্পের কথা বলেন। বৃহস্পতিবার কাশ্মীর থেকে তিনটি শিকারা নিয়ে আসা হয় শহরে। আগামী ১১ সেপ্টেম্বর এই শিকারার উদ্বোধন করবেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো।

ইতিমধ্যেই শিকারার প্রস্তুতির কাজ শেষষ পরীক্ষামূলক ভাবে সেগুলি বার কয়েক চলাচলও করে ফেলেছে। খোদ পুরপ্রধান ব্য়বস্থার তত্ত্বাবধান করছেন। তিনি বলেছেন, “পিপিপি মডেলে এই শিকারা পরিচালনা করা হবে l পাড়ে থাকবে পুরুলিয়ার তৈরী পোশাক এবং খাবারের স্টল l এ ছাড়াও থাকবে কাশ্মীরি পোশাকের স্টল l” কাশ্মীরের ধাঁচেই পোশাক পড়ে ফোটো তোলার ব্য়বস্থাও থাকবে। এই ব্যবস্থা পর্যটদের পছন্দ হলে আগামী দিনে হর্স রাইডিং, হাতি এবং উটের পিঠে চড়ের ঘোরার ব্যবস্থাও থাকবে।
পুরসভা সূত্রে খবর, পর্যটকদের মনোরঞ্জনের জন্য গোটা পুকুরের ধারে বিভিন্ন গাছ লাগানো হচ্ছে। বাচ্চাদের জন্য জগার্স পার্ক, বড়দের জন্য সুভাষ পার্ক এবং প্রাতঃভ্রমণকারী দের জন্য আলাদা ট্র্যাক তৈরি করা হয়েছে । পুরপ্রধান শামিম দাদ খান জানিয়েছেন, সাহেব বাঁধ জুড়ে প্রতিবছরই পরিযায়ী পাখির আনাগোনা থাকে। তাই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ-আয়োজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*