রবীন্দ্র সদন থেকে মিছিল করে রাজভবন, রাজ্যপাল দেখা না করলে পরবর্তী কর্মসূচি: অভিষেক

Spread the love

দিল্লিতে তৃণমূলের সাংসদ, মন্ত্রী, বিধায়কদের উপর হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ‘রাজভবন চলো’ ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি ফিরে বুধবার, বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল। তাঁর কাছেই গিয়ে আমরা এই বিষয়ে প্রতিবাদ জানাব।

বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করেন অভিষেক
• বিকেল ৩টেয় রবীন্দ্রসদন থেকে মিছিল
• মিছিল করে রাজভবন যাবেন তৃণমূল নেতৃত্ব ও ভুক্তভোগীরা
• এরপর রাজভবনে যাবেন ৩৫-৪০জনের প্রতিনিধি দল
• রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেবেন

কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবে তৃণমূল। দিল্লিতে তৃণমূলের সাংসদ-বিধায়কদের হেনস্থা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ‘মিথ্যাচারের’ ঘটনায় রাজ্যপালকে কেন্দ্রের সঙ্গে কথা বলার দাবি জানাবেন তাঁরা। একই সঙ্গে যে ৫০ লক্ষ চিঠি তাঁরা কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে দেবেন বলে নিয়ে গিয়েছিলেন, তাও রাজ্যপাল দেওয়া হবে বলে জানান অভিষেক।

এরপরেই রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, রাজ্যপাল তো বাংলার সব বিষয় নিয়ে মতামত দেন। রাজ্য সরকার কাজ নিয়ে সমালোচনা করেন। তিনি বলুন, একগুলি মানুষকে ১০০ দিনের কাজ করিয়ে টাকা না দেওয়া কোন ধরনের ন্যায়। এ নিয়ে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল ব্যবস্থা নিন। তিনি যদি দেখা না করেন, তাহলে সেখান থেকে বেরিয়েই তারা পরের পদক্ষেপ ঘোষণা করবনে বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*