অংশুমান চক্রবর্তী,
২৫ বৈশাখে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রাঙ্গণে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত হল প্রভাতী কবিপ্রণাম অনুষ্ঠান। ১৫৯ তম এই রবীন্দ্র জন্মোৎসবের সূচনা করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ সব্যসাচী বসু রায়চৌধুরী। রবীন্দ্র জন্ম ও প্রয়াণ কক্ষে তিনি এবং অন্যান্য বিশিষ্ট মানুষরা পুষ্পার্ঘ নিবেদন করেন। সংগীত এবং পাঠের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট শিল্পীরা। গরমের চোখরাঙানি উপেক্ষা করে ভোর থেকেই উপস্থিত হয়েছিলেন অগণিত রবীন্দ্রপ্রেমী। অনেকেই মাল্যদান করেন রবীন্দ্র মূর্তিতে। ঘুরে দেখেন ঠাকুরবাড়ির অন্দরমহল। এই উপলক্ষে বসে মেলা। সেখানেও চোখে পড়ে মানুষের ভিড়।
দেখুন ছবি-
Be the first to comment