রাফাল চুক্তি নিয়ে এবার প্রশ্ন উঠল ফ্রান্সেই; পড়ুন বিস্তারিত!

Spread the love

রাফাল চুক্তি নিয়ে এবার প্রশ্ন উঠল ফ্রান্সেই। অর্থনৈতিক দুর্নীতি নিয়ে লড়াই করা এক স্বেচ্ছাসেবী সংগঠন চুক্তির বিশদ তথ্য জানতে চেয়ে ফ্রান্সের অর্থনৈতিক অপরাধের বিচারকের অফিসে অভিযোগ দায়ের করেছে। তারা জানতে চায়, কোন শর্তে ভারতের সঙ্গে ৩৬টি রাফাল বিমান কেনার চুক্তি হয়েছে। দাসাউ কেন অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্সকে অংশীদার করল, জানতে চাওয়া হয়েছে তাও। সিবিআইয়ের কাছে এক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং একজন দুর্নীতিবিরোধী আইনজীবী অভিযোগ করার পর শেরপা নামের ওই স্বেচ্ছা সংগঠন এই অভিযোগ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অবৈধভাবে সুযোগ পাইয়ে দিয়েছেন বলে তাঁদের অভিযোগ।

এক বিবৃতিতে তারা জনিয়েছে, সম্ভাব্য দুর্নীতি, অবৈধ সুবিধাপ্রদান, ক্ষমতার অপব্যবহার, অপরাধ গোপন করার অভিযোগের দ্রুত তদন্ত কার হবে তারা আশাপ্রকাশ করেছে। দাসাউ অই অভিযোগ অস্বীকার করলেও ভারতে ইতিমধ্যেই রাফাল একটা বড় ইস্যু হয়ে উঠেছে। বিমান নির্মাণে অনভিজ্ঞ রিলায়েন্সকে ৫৯ হাজার কোটি টাকা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ক্রমশ জোরদার হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*