রবার্ট বঢ়রা হোক বা মোদী, আইন সবার জন্য সমান হওয়া উচিতঃ রাহুল গান্ধী

Spread the love

ছবি- (এএনআই)

প্রত্যেক মানুষের বিরুদ্ধে তদন্ত করার অধিকার সরকারের রয়েছে। নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে আইন প্রয়োগ না করে প্রত্যেকের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ করতে হবে। সকলের বিরুদ্ধে তদন্ত করুন। সে রবার্ট বঢ়রা হোক বা প্রধানমন্ত্রী। চেন্নাইয়ের একটি কলেজে উপস্থিত হয়ে একথা বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

বুধবার চেন্নাইয়ে গেছেন রাহুল গান্ধী। সেখানে রাফাল ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রাহুল। বলেন, সরকারি নথিতে প্রধানমন্ত্রীর নাম রয়েছে যেখানে বলা হয়েছে রাফাল নিয়ে দাসোর সঙ্গে সমান্তরালভাবে আলোচনা করেছেন তিনি। তারপরই রাহুল নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে আইন প্রয়োগ না করে প্রত্যেকের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগের দাবিতে সরব হন। পাশাপাশি, বিভিন্ন নীতি নিয়েও বিজেপি সরকারকে একহাত নেন রাহুল। বলেন, ভারত শিক্ষাখাতে অত্যন্ত কম অর্থ ব্যয় করে। আমরা সেটাকে ৬ শতাংশ বৃদ্ধি করব।

এছাড়াও, দেশের চাকরির পরিস্থিতি ও বেকারত্ব নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন কংগ্রেস সভাপতি। কলেজ পড়ুয়াদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ভারতের জন্য নরেন্দ্র মোদী কত কর্মসংস্থান তৈরি করেছেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, সরকার থেকে ৩০ লাখ টাকা মতো যদি দেওয়া হয় তাহলে তোমরাই এর থেকে বেশি কর্মসংস্থান তৈরি করতে পারবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*