আমি শহিদ-সন্তান, জালিয়ানওয়ালা বাগ সংস্কার নিয়ে কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর

Spread the love

পঞ্জাবে জালিয়ানওয়ালা বাগের সংস্কার নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই উদ্যোগ শহিদদের প্রতি অপমান বলে তোপ দাগলেন তিনি ৷ তাঁর কথায়, “আমি শহিদের ছেলে, শহিদদের প্রতি অপমান আমি কোনও অবস্থাতেই সহ্য করব না ৷”

১৯১৯ সালে জালিয়ানওয়ালা বাগে শয়ে শয়ে মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন ৷ তাঁদের উপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন জেনারেল ডায়ার। ব্রিটিশ সেনার গুলি ঝাঁঝরা করে দেয় শতাধিক মানুষকে ৷ পুরুষদের পাশাপাশি মৃত্যু হয় বহু মহিলারও ৷ সেই জালিয়ানওয়ালা বাগের সংস্কারের উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় সরকার। ২৮ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে স্মারক স্মৃতির উদ্বোধন করেন ৷ সঙ্গে দেখানো হয় লাইট অ্যান্ড সাউন্ড লেসার লাইট শো ৷

এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে নানা মহলে ৷ আর সেই ক্ষোভের ঝাঁঝ আরও বাড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ৷ তিনি আজ টুইটে লেখেন, “যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেননি, তাঁর বুঝতে পারবেন না সেখানে কী হয়েছিল ৷ যাঁরা শহিদ পরিবারের যন্ত্রণা বোঝেন না, তাঁরাই এ রকম ভাবে জালিয়ানওয়া বাগের শহিদদের অপমান করতে পারেন ৷ আমি একজন শহিদের সন্তান – কোনও মূল্যেই কোনও শহিদের অপমান সহ্য করব না ৷ আমরা এই নিষ্ঠুরতার বিরোধী ৷”

১৯১৯ সালের ১৩ এপ্রিল ভারতীয় ইতিহাসের অন্যতম কালো দিন হিসেবে চিহ্নিত ৷ দেশের স্বাধীনতা সংগ্রামে এই দিনটির মাহাত্ম্য বিরাট ৷ জালিয়ানওয়ালা বাগে ১০-১৫ মিনিট ধরে প্রায় ১৬৫০ রাউন্ড গুলি চালিয়ে নারকীয় হত্যাকাণ্ড চালায় ব্রিটিশরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*