কর্মসংস্থান নিয়ে মোদির মিথ্যা প্রতিশ্রুতি যুবকদের ‘অগ্নিপথের’ দিকে ঠেলে দিয়েছেঃ রাহুল গান্ধী

Spread the love

বেকার যুবকদের অগ্নিপথের দিকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইট করে অগ্নিপথ প্রকল্পের বিরোধিতার দায় একমাত্র প্রধানমন্ত্রীর ঘাড়েই চাপালেন রাহুল গান্ধী৷ রবিবার সকালে টুইটে কংগ্রেস নেতা লেখেন, ‘দেশের এই অবস্থার জন্য দায়ী একমাত্র প্রধানমন্ত্রী৷ প্রত্যেকবার চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী দেশের যুবকদের বেকারত্বকে অগ্নিপথের দিকে ঠেলে দিয়েছেন৷’

মোদির ২ কোটি চাকরির প্রতিশ্রুতি নিয়েও কটাক্ষ করেন রাহুল৷ লোকসভা নির্বাচনের আগে বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিরোধীদের অভিযোগ, আট বছরে সেই লক্ষ্যমাত্রা পূরণের ধারেকাছে পৌঁছয়নি কেন্দ্র৷ রাহুল এদিন টুইটে লেখেন, ‘৮ বছরে ১৬ কোটির চাকরি হওয়ার কথা ছিল৷ কিন্তু যুবকরা পেল পকোড়া তৈরির জ্ঞান৷’

এ দিকে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দিল্লির যন্তর মন্তরে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে ধরনায় বসেন কংগ্রেস নেতারা৷ কংগ্রেস এই প্রকল্প প্রত্যাহারের দাবি জানিয়েছেন৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত জানান, অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা এই প্রকল্পকে ছুড়ে ফেলে দিয়েছেন৷ জানিয়েছেন, এই প্রকল্পের সঙ্গে কোনওভাবেই দেশের স্বার্থ জড়িয়ে নেই৷ সরকারের উচিত এই প্রকল্প প্রত্যাহার করার৷ একই দাবি তুলেছেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট৷ তিনি বলেন, ‘সরকার সব সিদ্ধান্ত দেশের উপর চাপিয়ে দেয়৷ সেটা কৃষি আইন হোক বা সামরিক সিদ্ধান্ত৷ কৃষি আইনের মতো এই আইন প্রত্যাহার করতে হবে মোদি সরকারকে৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*