সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

Spread the love

সুপ্রিম কোর্টের পর সংসদেও বড় জয় রাহুল গান্ধীর। অবশেষে সাংসদ পদ ফিরল রাহুল গান্ধীর। ওয়েনাডের সাংসদ হিসাবে পুনর্বহাল করা হল রাহুল গান্ধীকে। আজ সকালেই লোকসভার সেক্রেটারিয়েটের তরফে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর নির্দেশ দেওয়া হয়। আজ থেকেই সংসদের অধিবেশনে যোগ দিতে পারবেন রাহুল গান্ধী।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেই  মানহানির মামলায় জড়িয়ে পড়েছিলেন রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক মানহানি মামলা দায়ের করেন গুজরাটের বিজেপি সাংসদ পূর্ণেশ মোদী। ওই মামলায় চলতি বছরের মার্চ মাসে সুরাট দায়রা আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। সুরাট আদালতের রায়ের পরদিনই জনপ্রতিনিধি আইন অনুযায়ী, সাংসদ পদ খোয়ান রাহুল গান্ধী। ওই রায়কে চ্যালেঞ্জ করেই প্রথমে গুজরাট হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধী।

আজ সংসদের অধিবেশন শুরু হতেই, লোকসভার সেক্রেটারিয়েটের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর কথা জানানো হয়। সুপ্রিম কোর্টের রায়ের ৪৮ ঘণ্টার মধ্যেই সাংসদ পদ ফিরল রাহুলের। আজ থেকেই লোকসভার অধিবেশনে যোগ দিতে পারবেন রাহুল গান্ধী। সূত্রের খবর, আগামিকাল কংগ্রেসের আনা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আলোচনায় অংশ নেবেন রাহুল। কংগ্রেস সাংসদ গৌরব গগৌয়ের বদলে রাহুল গান্ধীই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করতে পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*