ভারতজোড়ো যাত্রায় তাঁর এক মুখ দাড়ি। কন্যাকুমারিকা থেকে কাশ্মীর- বিভিন্ন রূপে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দেখেছেন নেটিজেনরা। তারপর লাদাখ। বাইকে পারফেক্ট বাইকার। এবার কুলি অবতারে সোনিয়া-পুত্র। বৃহস্পতিবার সকালে দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনে পৌঁছে আচমকা কুলিদের লাল জামা গায়ে চাপান কংগ্রেস নেতা। এখানেই শেষ নয়, মাথায় নীল সুটকেস তুলে নেন রাহুল। তবে, শুধুমাত্র ফোটো সেশানেই থেমে থাকেননি তিনি। কথা বলেন স্টেশন চত্বরে থাকা কুলিদের সঙ্গে। তাঁদের সমস্যার সমাধানের আশ্বাসও দেন।
রাহুল গান্ধীর ছবি পোস্ট করে কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, “দিল্লির আনন্দ বিহার স্টেশনে কুলিদের সঙ্গে দেখা করেন জননেতা রাহুল। কুলি ও মালবাহকদের কথা বলেন। তাঁদের সমস্যার কথা শোনেন।” কংগ্রেসের দাবি, রাহুলের ভারত জোড়ো যাত্রা এখনও চলছে।
জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সোনিয়া-পুত্র। সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে মিশে “আমি তোমাদেরই লোক” প্রমাণের চেষ্টা চালাচ্ছেন কংগ্রেস সাংসদ। এর আগে গ্যারাজে গিয়ে সেই রকম পোশাক করে মেকানিক হিসেবে দেখা গিয়েছিল রাহুলকে। কখনও আবার ট্রাকচালকদের সঙ্গে কথা বলতে উঠে পড়েন ট্রাকে। কৃষকদের সঙ্গে কথা বলে প্যান্ট গুটিয়ে নেমে পড়েন চাষের জমিতে। চালান ট্র্যাক্টরও। এবার নয়া অবতার কুলি। তবে, কী লোকসভা নির্বাচনে তাঁকেই মুখ করে এগোনোর প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস! যদিও ইন্ডিয়া জোটের বৈঠকে সেরকম কোনও বার্তা এখনও আসেননি খাড়গে অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে। এদিকে বিজেপির কটাক্ষ, এসব করেও মোদির জয়প্রিয়তায় আঁচড় কাটতে পারছেন না রাহুল গান্ধী।
Be the first to comment