জাতি গণনা থেকে পালাতেই মহিলা বিলের বাস্তবায়ণ পিছোচ্ছেন মোদী: রাহুল গান্ধী

Spread the love

লোকসভা ভোট ও পাঁচ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন। তার আগে জাতি গণনার দাবি নিয়ে মোদী সরকারের উপর আরও চাপ তৈরি করতে নেমে পড়ল কংগ্রেস। বৃহস্পতিবার সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে। তার পর চব্বিশ ঘণ্টা না কাটতেই শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী বলেন, মোদী সরকার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। এই মহিলা সংরক্ষণ আইন আগামী দশ বছরেও বাস্তবায়িত হবে না। এই বিলের ফলে অন্যান্য অনগ্রসর শ্রেণি তথা ওবিসি মহিলাদের কোনও উপকার হবে না। সুতরাং এক, মহিলা সংরক্ষণের মধ্যেই ওবিসি মহিলাদের সংরক্ষণ দেওয়া হোক এবং দুই এই আইন এখনই বাস্তবায়িত হোক।

রাহুল এদিন বলেন, প্রধানমন্ত্রী মোদী নিজে ওবিসি। বিজেপি ওবিসিদের ক্ষমতায়ণের উপর অতীতেও বড় বড় কথা বলে। কিন্তু বাস্তব হল, ওবিসিদের আর্থ সামাজিক উন্নতি ও ক্ষমতায়ণের উদ্দেশে সরকার কিছু করেনি। রাহুলের বক্তব্য, ওবিসিদের আর্থ সামাজিক উন্নতি করতে গেলে আগে খুঁজে বের করতে হবে যে দেশে তাঁদের প্রকৃত জনসংখ্যা কত? সেই জন্য জাতিগত জন গণনার প্রয়োজন। তাই আমাদের দাবি, এর আগে যে জনগণনা হয়েছিল, তার ভিত্তিতে ওবিসিদের সংখ্যা কত ছিল তা প্রকাশ করা হোক। এবং নতুন করে জাতিগত জনগণনা শুরু হোক।

রাহুল এদিন বলেন, দেশে জনগণনা কবে হবে স্থির নেই। সেই জনগণনা হলে তার ভিত্তিতে লোকসভার আসনের পুনর্বিন্যাস হবে। যা করতে আরও অন্তত তিন থেকে চার বছর সময় লাগবে। অর্থাৎ মোদীর কথা শুনলে, আরও দশ বছরের আগে সংসদে মহিলা সংরক্ষণ চালু হবে না। এটা স্রেফ মানুষকে বোকা বানানো। মহিলাদের প্রকৃত ক্ষমতায়ণ চাইলে এই লোক ঠকানো বন্ধ হোক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*