ছবি- (এএনআই)
কংগ্রেস ক্ষমতায় এলেই মহিলাদের জন্য সংরক্ষণ বিল সংসদে পাস করার পথ প্রশস্ত করবে। শুক্রবার ওড়িশার কোরাপুটের জনসভায় এমনটাই জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পাশাপাশি মহিলাদের উপর নির্যাতনে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলেও জানান রাহুল।
কংগ্রেস সভাপতি এদিন আরও বলেন, যদি কংগ্রেস ওড়িশায় ক্ষমতায় আসে তাহলে সব মহিলাকে বিনামূল্যে শিক্ষা পরিষেবা দেওয়া হবে। সে ইঞ্জিনিয়ারিং হোক বা ডাক্তারি বা যে কোনও ক্ষেত্রেই। এদিন রাহুল আরও বলেন, মহিলা নির্যাতনের মামলার দ্রুত ন্যায়বিচার হওয়া উচিত। সব মহিলা, বিশেষত উপজাতি, দলিত ও সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলাদের বিনামূল্যে শিক্ষা পরিষেবা মেলা উচিত। তা হলেই মহিলাদের সঠিক ক্ষমতায়ন হবে।
Be the first to comment