আজই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সূত্রের খবর, দলের পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে আজই পদত্যাগ করতে চলেছেন রাহুল গান্ধী। সভাপতি পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগ আটকাতে ইতিমধ্যেই দিল্লিতে হাজির হয়েছেন নবীন নেতারা ৷ জানা যায় লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনার পরই কংগ্রেসের বৈঠক ও তারপর ইস্তফা দেবেন রাহুল।
প্রসঙ্গত বিজেপি ঝড়ে বিপর্যস্ত কংগ্রেস। উত্তরপ্রদেশের অমেঠিতেও এবার বিজেপির স্মৃতি ইরানির কাছে হারতে হল রাহুল গান্ধীকে। কেরলের ওয়াইনাড থেকে না জিতলে এবার আর সংসদেই পা রাখতে পারতেন না তিনি ৷ বিজেপি এবার দেশজুড়ে ৩৮টি দলের সঙ্গে জোট করেছে, সেখানে উত্তরপ্রদেশে এসপি-বিএসপি, দিল্লিতে আম আদমি পার্টি, পশ্চিমবঙ্গে সিপিএম, কারও সঙ্গেই জোটের পলিসি বার কর উঠতে পারেননি রাহুল গান্ধী।
অনেকের মতে কংগ্রেসের এই রেজাল্ট রাহুলের একলা চলার ফল। এবার ভোটের মুখে প্রিয়ঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশের ময়দানে নামান রাহুল গান্ধী। বিজেপি ঝড়ে প্রিয়াঙ্কা ফ্যাক্টরও কাজ করেনি কোথাও।
Be the first to comment