লোকসভায় অনাস্থা আলোচনার সূচনাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী। তিনি বলেন,, ‘‘মণিপুরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।অশান্ত মণিপুরে তিনি একবারের জন্যও যাননি। অথচ তিনি দেশের অন্যত্র গিয়েছেন। সফর করেছেন। কেন মণিপুরে যাননি? কেন তাঁর মণিপুর যাওয়ার সময় হয়নি? তার কারণ উনি মণিপুরকে ভারতের অংশ বলে মনে করেন না।’’ পাশপাশি মোদিকে আক্রমণের সুরে বলেন, ‘‘আপনি ভারতমাতার রক্ষক নন। আপনি ভারতমাতার হত্যাকারী।’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী এখনও মণিপুরে যেতে পারেননি, কারণ তিনি মনেই করেন না মণিপুর ভারতবর্ষের একটা অংশ, তিনি সে রাজ্যকে ভাগ করে দিয়েছেন৷’ তিনি বলেছেন, চাইলেই কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করে মণিপুর হিংসা রোধ করতে পারত, কিন্তু তা করেনি৷ এই বক্তব্যের পর সংসদের নিম্নকক্ষে ভয়ানক উত্তেজনা তৈরি হয়, রাহুলকে এই মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে বলেন এক বিজেপি নেতা৷
এমনকি প্রধানমন্ত্রীকে রাবণের সঙ্গে তুলনা করে রাহুল বলেন,” রাম রাবণকে মারেননি, রাবণের অহংকার রাবণকে মেরেছিল।” সেইসঙ্গে হরিয়ানার প্রসঙ্গকে তুলে রাহুল বলেন, ‘আপনারা সর্বত্র কেরোসিন ছড়িয়ে রেখেছেন৷ আপনারা মণিপুরে আগুন ধরিয়েছেন৷ আপনারা একই ঘটনা ঘটানোর চেষ্টা করছেন হরিয়ানায়৷’
Be the first to comment