“ওটা মোদীর ফাংশন, ইন্টারেস্টেড নই”, রাম মন্দির নিয়ে কটাক্ষ রাহুলের

Spread the love

মণিপুর থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার যাত্রার তৃতীয় দিনে নাগাল্যান্ডে পৌঁছেছেন তিনি। নাগাল্যান্ডের কোহিমায় স্থানীয়দের সঙ্গে তিনি দেখা করেন। পাশাপাশি রামমন্দির উদ্বোধনকে ‘মোদীর অনুষ্ঠান(মোদী কা ফাংশান)’ বললেন রাহুল গান্ধী। মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় দিনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তখনই এই মন্তব্য করেন রাহুল।

কংগ্রেস নেতা বলেন, ‘আরএসএস, বিজেপি ২২ জানুয়ারির অনুষ্ঠানকে সম্পূর্ণ রাজনৈতিক, নরেন্দ্র মোদী অনুষ্ঠানে পরিণত করেছে। এটা আরএসএস, বিজেপি ফাংশন। আমার মনে হয়, সেই কারণেই কংগ্রেস সভাপতি এই অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা সমস্ত ধর্ম, সমস্ত আচার-অনুষ্ঠানকে গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু হিন্দু ধর্মের সবচেয়ে বড় সংগঠনরাও বলছেন যে, ২২ জানুয়ারির অনুষ্ঠানকে তারা একটি রাজনৈতিক অনুষ্ঠান বলেই মনে করছে।’ রাহুল আরও বলেন, ‘তাই আমাদের পক্ষে প্রধানমন্ত্রী ও আরএসএস-এর জন্য আয়োজিত কোনও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেওয়াটা কঠিন।’

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা। তুঙ্গে প্রস্তুতি। অযোধ্যার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে ১১ দিনের ‘যম নিয়ম’ মেনে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার দিন সমস্ত রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী এবং কংগ্রেসের লোকসভা সাংসদ অধীররঞ্জন চৌধুরি রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখান করেছেন। রামমন্দিরের ধর্মীয় আবেগকে ব্যবহার করে লোকসভা ভোটের আগে রাজনৈতিক সুবিধা পেতে চাইছে বিজেপি, দাবি কংগ্রেস নেতৃত্বের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*