রাহুল গান্ধী বিদেশি নাগরিক ৷ বাতিল করা হোক তাঁর দু’টি মনোনয়ন পত্র ৷ এই ইস্যু নিয়েই সুপ্রিম কোর্টে রাহুলের নাগরিকত্ব নিয়ে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী ৷ বৃহস্পতিবার সেই মামলার আবেদনই খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট ৷ উল্লেখ্য, লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠি এবং কেরলের ওয়াইনাড লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল।
নির্বাচন এগিয়ে আসতেই আচমকা রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয় ৷ তিনি যদি ব্রিটিশ নাগরিক হয়ে থাকেন তাহলে এদেশের নির্বাচনে তিনি লড়তে পারবেন না ৷ এটি আইন বিরুদ্ধ ৷ রাহুল গান্ধীর বিরুদ্ধে এমন মন্তব্যও উঠতে থাকে ৷ অন্যদিকে, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধিকে নোটিসও পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এমনকী, গোটা ঘটনাটি গড়ায় আদালত পর্যন্তও ৷
বৃহস্পতিবার রাহুলের নাগরিকত্ব মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, রাহুল গান্ধী যে ভারতীয় নাগরিক নন, তিনি যে ব্রিটিশ নাগরিক ৷ সেই বিষয়টি কবে জানতে পারলেন আবেদনকারী? একইসঙ্গে আদালত আরও জানিয়েছে, একটি কাগজের উপর ভিত্তি করে কখনও কোনও এক ব্যক্তির নাগরিকত্ব সম্পর্কে মন্তব্য করা উচিত নয় ৷
Be the first to comment