বিশেষ কারণে মাঝপথেই ‘ভারত জোড়ো যাত্রা’ ছেড়ে দিল্লিতে ফিরছেন রাহুল

Spread the love

নতুন সভাপতি পেয়েছে কংগ্রেস। দীর্ঘ ২৪ বছর পর সভাপতি হিসাবে দেখা যাবে অ-গান্ধী মুখ। দীপাবলির উৎসবের পরই, আগামী ২৬ অক্টোবর কংগ্রেস সভাপতি পদে শপথ গ্রহণ করবেন মল্লিকার্জুন খাড়্গে। সূত্রের খবর, খাড়্গের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গান্ধী পরিবারের সদস্যরা। ভারত জোড়ো যাত্রা ছেড়ে দিল্লিতে আসতে পারেন রাহুল গান্ধীও।

গত ১৭ অক্টোবর ছিল কংগ্রেসের জাতীয় সভাপতি নির্বাচন। ১৯ অক্টোবর ভোটগণনা ও ফল প্রকাশ হয়। দেখা যায়, ৬ হাজারেরও বেশি ভোটে শশী থারুরকে হারিয়েছেন প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়্গে। প্রায় ৮ হাজার ভোট পেয়ে সভাপতি হিসাবে নির্বাচিত হন মল্লিকার্জুন খাড়্গে। ফল ঘোষণার পরই কংগ্রেসের তরফে জানানো হয়, দীপাবলি উৎসবের পরে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। হাজির থাকবেন দলনেত্রী সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীও। কংগ্রেস সূত্রে খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাহুল গান্ধীও।

জানা গিয়েছে, দীপাবলি ও অন্যান্য অনুষ্ঠানের জন্য আগামী ২৪ অক্টোবর থেকে তিনদিনের জন্য ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ অক্টোবর থেকে ফের শুরু হবে যাত্রা। সূত্রের খবর, এই তিনদিনের বিরতির মাঝেই দিল্লিতে ফেরার পরিকল্পনা করেছেন রাহুল গান্ধী। আগামী ২৬ অক্টোবর মল্লিকার্জুন খাড়্গের শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই দিল্লিতে আসতে পারেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “দীপাবলি-দিওয়ালির জন্য় ভারত জোড়ো যাত্রা আগামী ২৪ ও ২৫ অক্টোবর স্থগিত থাকবে। আগামী ২৬ অক্টোবর মল্লিকার্জুন খাড়্গেজীকে নির্বাচনে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হবে। এরপর ২৭ অক্টোবর তেলঙ্গানা থেকে ফের ভারত জোড়ো যাত্রা শুরু হবে।”

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা হয়েছে। ইতিমধ্যেই তামিলনাড়ু, কেরল, কর্নাটক ও অন্ধ্র প্রদেশ পার করে ফেলেছে কংগ্রেসের এই জনসংযোগ যাত্রা। এবার তা তেলঙ্গানায় প্রবেশ করবে। মোট পাঁচ মাসের সময়কালে কন্যাকুমারী থেকে কাশ্মীর, ৩৫৭০ কিলোমিটার অতিক্রম করাই লক্ষ্য কংগ্রেসের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*