কর্মীদের সঙ্গে হেঁটে ইডি দফতরে পৌঁছলেন রাহুল গান্ধী

Spread the love

ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় ইডি অফিসে পৌঁছলেন রাহুল গান্ধী ৷ তাঁকে ঘিরে রয়েছেন কয়েকশো দলীয় কর্মী ৷ ইডি দফতরে ঢুকেই রাহুল সোজা চলে যান সি ব্লকে ৷ সঙ্গে ইডির নোটিস এবং আইডি কার্ড নিয়ে এসেছেন তিনি ৷

দলের তরফে আগেই জানানো হয়েছিল, রাহুলের ইডি অফিসে হাজিরার দিন কংগ্রেস কর্মীরা মিছিল করে তাঁর সঙ্গে যাবেন ৷ সেই মতো সোমবার বেলা ১১টা নাগাদ আকবর রোডের কংগ্রেস সদর কার্যালয় থেকে মিছিল করে ইডি অফিসের দিকে রওনা দেন রাহুল ৷ তাঁর সঙ্গে পা মেলান প্রিয়াঙ্কা গান্ধীও ৷ শয়ে শয়ে কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধী জিন্দাবাদ স্লোগান দিতে দিতে এগিয়ে চলেন ৷ পুলিসের দুটি ব্যারিকেড ভেঙে কংগ্রেস কর্মীরা এগিয়ে চলেন ইডি অফিসের দিকে ৷ কিন্তু তৃতীয় ব্যারিকেডের মুখে পুলিস তাদের আটকে দেয় ৷ তখন প্রিয়াঙ্কা ও আইনজীবীকে নিয়ে রাহুল ইডি অফিসের দিকে হাঁটা লাগান ৷ অন্যদিকে পুলিসের বাধা পেয়ে সেখানেই ধরনায় বসে পড়েন কংগ্রেস কর্মীরা ৷

এদিন সারা দেশের হেভিওয়েট কংগ্রেস নেতারাও পৌঁছন আকবর রোডের সদর কার্যালয়ে ৷ সকাল সকালই পৌঁছন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, মধ্যপ্রদেশের দিগ্বিজয় সিং, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী চিদম্বরম, জয়রাম রমেশ, গৌরভ গগৈ এবং রাজীব শুক্লা ৷ রাহুলের ইডি অফিসে হাজিরা দেওয়ার আগেই উত্তেজনা ছড়ায় রাজধানীতে ৷ দেশজুড়ে সত্যাগ্রহের ডাক দিয়েছে কংগ্রেস৷ যদিও কংগ্রেসের এই প্রতিবাদ প্রদর্শনকে ভুয়ো সত্যাগ্রহ বলে কটাক্ষ করে বিজেপি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*