মাঝে অল্প সময়ের বিরতি ৷ ফের ইডি অফিসে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু হল রাহুল গান্ধীর ৷ ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় সোমবার সকাল ১১টার পর থেকেই চলছে জিজ্ঞাসাবাদ ৷ তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাহুলকে লাঞ্চ ব্রেক দেওয়া হয় ৷ তখন ইডি অফিস থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান বাড়িতে ৷ সেখানে খাওয়া-দাওয়া করে ফের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন রাহুল ৷ তবে ইডি অফিসের দিকে না গিয়ে রাহুলের কনভয় চলে যায় গঙ্গা রাম হাসপাতালের দিকে ৷
রবিবার সকাল থেকে দিল্লির এই হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী ৷ অসুস্থ মাকে দেখতে সেখানে যান রাহুল৷ ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে দু’জনের কথাবার্তা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না ৷ এর কিছুক্ষণ বাদে হাসপাতাল থেকে বেরিয়ে আবার ইডির অফিসে ঢোকেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ড জিজ্ঞাসাবাদ৷
কংগ্রেস সাংসদের ইডি-হাজিরা ঘিরে সকাল থেকেই সরগরম দিল্লির রাজনীতি ৷ বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন নিচু তলার কর্মী থেকে শীর্ষস্থানীয় নেতারা ৷ বহুদিন পর গোটা দেশ জুড়ে এদিন কংগ্রেস কর্মীদের স্বতঃস্ফূত আন্দোলনের মেজাজে দেখা গিয়েছে ৷ সব রাজ্য থেকে নেতারা ছুটে গিয়েছেন দিল্লিতে। রয়েছেন অশোক গেহলট, সচিন পাইলট, দিগ্বিজয় সিং, অধীররঞ্জন চৌধুরী, পি চিদাম্বরমরা ৷ কংগ্রেসের সদর দফতরের বাইরে মোতায়েন বিশাল পুলিসবাহিনী ৷ দিল্লির গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সকাল থেকে টহল দিচ্ছে পুলিস ও আধাসেনা ৷
সেই ছবি টুইট করে কংগ্রেস সাংসদ শশী থারুর লেখেন, ‘এত পুলিসি বন্দোবস্ত শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সাংসদদের ধরনার জন্য, দাঙ্গাবাজদের জন্য নয়? কেউ ভাবতেই পারে দিল্লি পুলিসের এর চেয়ে আর কোনও গুরুত্বপূর্ণ নেই? না কি স্বরাষ্ট্রমন্ত্রক মনে করে গণতান্ত্রিক দেশে পুলিসের জমায়েতের অধিকার রয়েছে, নাগরিকদের নয়?
Be the first to comment