ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে মঙ্গলবার ফের তলব করেছে ইডি। রাহুলকে তলবের প্রতিবাদে মঙঙ্গলবারও দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। সেকথা মাথায় রেখে এদিন আকবর রোডে কংগ্রেসের সদর দফতরের বাইরে মোতায়েন রয়েছে প্রচুর পুলিস। ১৪৪ ধারা জারি করা হয়েছে দফতর চত্ত্বরে। তবে সেই নির্দেশ অমান্য করে আকবর রোডে হাজির হন কংগ্রেসের নেতা-কর্মীরা। তাঁদের ঢুকতে বাধা দিলেও জোর করে ঢোকার চেষ্টা করেন তাঁরা। ইতিমধ্যেই বেশ কিছু কংগ্রেস কর্মীদের আটক করে দিল্লি পুলিস। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালাকেও আটক করা হয়েছে।
কিছুক্ষণ আগেই ইডির দফতরে পৌঁছন রাহুল গান্ধী। এদিনও তাঁর সঙ্গে রয়েছেন বোন প্রিয়াঙ্কা। সকাল ৯টা নাগাদ প্রিয়াঙ্কা দাদার বাড়িতে চলে আসেন। তারপর তাঁরা রওনা দেন ইডির দফতরের উদ্দেশে।
গতকাল টানা ১০ ঘন্টা ধরে রাহুল গান্ধীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রথম দফায় ৩ ঘণ্টা এবং দ্বিতীয় দফায় ৭ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত প্রায় ১১টা নাগাদ দিল্লির ইডির অফিস থেকে বেরোন রাহুল। গতকাল রাহুল ইডির দফতরে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গেই শয়ে শয়ে কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধী জিন্দাবাদ স্লোগান দিতে দিতে এগিয়ে চলেন ৷ পুলিসের দুটি ব্যারিকেড ভেঙে কংগ্রেস কর্মীরা এগিয়ে চলেন ইডি অফিসের দিকে৷ তারপর তাঁদের বাধা দেয় পুলিস।
এদিনও দিল্লি-সহ বহু রাজ্যে এদিনও কংগ্রেসের নেতা-কর্মীরা বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বিধাননগরে ইডি দফতরের সামনে আজ দুপুরে বিক্ষোভ সভা করবে।
Be the first to comment