রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের

Spread the love

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় রাহুল গান্ধী স্লোগান তুলেছিলেন, ‘চৌকিদার চোর হ্যায়’।লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকে তিনি মন্তব্য করেছিলেন, ‘এটা কী করে সম্ভব যে সব চোরের পদবি মোদি’।আসলে তখন পলাতক ব্যবসায়ী নীরব মোদিকে নিয়ে দেশে তোলপাড় চলছিল। অন্যদিকে, রাফাল বিমান কেনায় অনিয়মের অভিযোগ তুলে রাহুল প্রধানমন্ত্রীকে ঠিক এভাবেই আক্রমণ শানান। আর তাতেই রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। সেই মামলারই আজ রায়দান করল গুজরাটের সুরাট আদালত। আদালতের তরফে এই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।কংগ্রেস নেতাকে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

রাহুলের ওই মন্তব্যে ‘মোদি’ পদবির মানহানি হয়েছে অভিযোগ করে আদালতে যান গুজরাত বিজেপির প্রাক্তন মন্ত্রী তথা বিধায়র পূণেশ মোদি। কিন্তু এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত মামলাটিতে গুজরাট হাইকোর্টের স্থগিতাদেশ ছিল। স্থগিতাদেশ উঠে যেতেই দ্রুত শুনানি শেষ হয়েছে। আইনজীবী কিরীট পানওয়ালা জানিয়েছিলেন, বিচারক রাহুলকে বৃহস্পতিবার আদালতে হাজির থাকতে বলেছেন। সূত্রের খবর, কড়া নিরাপত্তার মধ্যে রাহুল আদালতে উপস্থিত হন।

চারবছর ধরে মামলাটি চলছে সুরাট আদালতে। নিজেকে বারবার ‘নির্দোষ’ বলে দাবি করেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাহুলের আইনজীবী আদালতে দাবি করেন, “ইচ্ছাকৃতভাবে বা কাউকে আঘাত করার উদ্দেশ্য ওই কথাগুলি বলেননি রাহুল, উনি সাংসদ। কম সাজা দেওয়া হোক।” পালটা মামলাকারীর আইনজীবীর বক্তব্য, তাহলে সাধারণ মানুষের মনে এই ধারণা হবে যে, “যারা (সাংসদ) আইন তৈরি করেন, তাদের জন্য আলাদা আইন। ওকে আইন মোতাবেক সর্বোচ্চ সাজা ও সর্বাধিক জরিমানা করা হোক।” তারপরই আদালত কংগ্রেস সাংসদকে ২ বছরের জেলের সাজা শুনিয়েছে।  তবে, সাজা শোনানোর পরই ৩০ দিনের জন্য জামিন দেওয়া হয়েছে কংগ্রেস নেতাকে। এইসময়ের মধ্যে উচ্চ আদালতেও আবেদন করার রাস্তা খোলা রয়েছে রাহুলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*