মণিপুরে ভারত মাতাকে খুন করা হয়েছে । লোকসভায় অনস্থা প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই বিধলেন রাহুল গান্ধী । মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের উপর বিতর্কে মণিপুর নিয়ে মোদি সরকারের একের পর এক ব্যর্থতার ছবি তুলে ধরে শাসক জোটকে তীব্র আক্রমণে বিদ্ধ করছেন রাহুল গান্ধী। ভাষণের শুরুতেই ভারতজোড় যাত্রার প্রসঙ্গ টেনে এনে রাহুল গান্ধী বলেন, এই সময়ের মধ্যে কিভাবে তিনি দেশের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন এবং তারা তাদের দুর্দশার কথা তার কাছে তুলে ধরেছে । আদানি-প্রশ্নে ফের কেন্দ্রকে নিশানা করলেন তিনি। টিপ্পনিসূচক মন্তব্য করে বলেন, “শেষ বার আদানি প্রসঙ্গ তুলে ধরায় অনেকে আহত হয়েছিলেন।আজ আদানির কথা বলব না। ভয় পাবেন না।” নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে রাহুল বলেন, আপনারা মণিপুরে ভারত মাতাকে খুন করেছেন । রাহুল গান্ধী এদিন বলেছেন মোদি দেশদ্রোহী তিনি দেশপ্রেমী নন । সরাসরি আক্রমণ করে প্রধানমন্ত্রীকে রাহুল গান্ধী বলেন, আপনি মনিপুরকে ভেঙে দু’টুকরো করেছেন ,মনিপুরকে দেশের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন । মণিপুরের কথা শোনার মতো সময় নেই সরকারের কাছে কটাক্ষ করে বলেন রাহুল। অহঙ্কারী রাবণের’ সঙ্গে মোদীকে তুলনা করে অনাস্থা প্রস্তাবের আলোচনায় রাহুল বলেন হনুমান নয়, রাবণের অহংকার লঙ্কাকে জ্বালিয়েছিল । মোদিজীর অহংকার সারা দেশে কেরোসিন ছড়ানোর কাজ করছে আর তাতেই চলছে মনিপুর ,হরিয়ানা সহ সারা দেশ ।
Be the first to comment