ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ তলব করা হলেও যাচ্ছেন না রাহুল গাঁধী। সূত্রের খবর, এই মুহূর্তে বিদেশে থাকায় ইডি-র কাছে ৫ জুনের পর সময় চেয়েছেন কংগ্রেস সাংসদ। বেআইনি আর্থিক লেনদেন মামলায় সনিয়া ও রাহুল গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সূত্রের খবর, রাহুল বিদেশে রয়েছেন। ৫ জুন দেশে ফেরার কথা। ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গান্ধীকে ৮ জুন ডেকে পাঠিয়েছে ইডি।
ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সনিয়া এবং রাহুল গাঁধীকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র তরফে জানানো হয়েছে, সনিয়া গাঁধীকে ৮ জুন ডেকে পাঠানো হয়েছে।
Be the first to comment