রাহুলের ওয়েনাডের অফিসে ভাঙচুরে গ্রেফতার ১৯, দিল্লিতে প্রতিবাদ যুব কংগ্রেসের

Spread the love

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ওয়েনাডের অফিসে ভাঙচুরের ঘটনায় দিল্লিতে প্রতিবাদ দেখাল যুব কংগ্রেস৷ হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান দিতে দিতে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইআরের হামলার তীব্র নিন্দা করেন যুব কর্মীরা৷ রাহুল গান্ধীর অফিসে ভাঙচুরকে পূর্বপরিকল্পিত বলে আগেই জানিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল৷ রাজ্যের মদতে হামলার অভিযোগ তোলে কেরল কংগ্রেস৷

ইতিমধ্যে ওই ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিস৷ ধৃতরা সকলেই এসএফআইয়ের সদস্য৷ শুক্রবার রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়েনাডের কালপেট্টার অফিসে ঢুকে ভাঙচুর চলায় একদল যুবক৷ কেরলের বিরোধী দলনেতা ভিডি সতীসান একটি ভিডিয়ো শেয়ার করেন৷ তাতে দেখা গিয়েছে, রাহুলের অফিসের ভিতর জড়ো হওয়া একদল যুবক হঠাৎ নিজেদের মধ্যে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে৷ শুরু হয় মারামারি৷ ঘটনার সময় রাহুলের অফিসের সামনে ৮০-১০০ জন কর্মী ছিল৷ ভাঙচুরের পর পুলিস আটজনকে প্রথমে গ্রেফতার করে৷ ধীরে ধীরে গ্রেফতারের সংখ্যা বাড়তে থাকে৷

বন্যপ্রাণ ও বন্যপ্রাণীর সংরক্ষণের জন্য ওয়েনাডের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের সীমানা থেকে এক কিমি পরিধি পর্যন্ত ইকো-সেনসিটিভ জোন বা বাফার জোন তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সর্বোচ্চ আদালতের নির্দেশে ওই সব এলাকার আশেপাশে বসবাসকারী কৃষকরা এতে সমস্যায় পড়েন৷ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী৷ এরই প্রতিবাদে শুক্রবার কালপেট্টা শহর থেকে প্রতিবাদ মিছিল বের করে এসএফআই৷ মিছিল রাহুল গান্ধীর অফিসের কাছে আসতেই হিংসাত্মক হয়ে ওঠে৷ তবে রাহুল গান্ধীর অফিসে হামলার ঘটনার নিন্দা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ তিনি দোষীদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ পুলিসকে দেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*