ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষেধ রাহুল গান্ধীর, কংগ্রেসের তোপে তেলেঙ্গানা সরকার

Spread the love

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল না ওসমানিয়া বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, ক্যাম্পাসের মধ্যে কোনও রকম রাজনৈতিক কার্যকলাপের অনুমতি দেওয়া হবে না। আগামী ৬ এবং ৭ মে তেলেঙ্গানা সফরে যাবেন রাহুল গান্ধী। এই ঘটনায় তেলেঙ্গানা সরকারকে দায়ী করেছে কংগ্রেস। তাদের পক্ষ থেকে আরও জানান হয়েছে, যে কোনও ভাবে হোক, পড়ুয়াদের সঙ্গে রাহুল গান্ধী দেখা করবেন।

জানা গিয়েছে, রাহুল গান্ধীর তেলেঙ্গানা সফরের জন্য প্রায় পাঁচ লক্ষ সমর্থককে নিয়ে বিশাল পথযাত্রার আয়োজন করা হচ্ছে। তবে রাহুল গান্ধীকে অনুমতি না দেওয়া নিয়ে এখনও পর্যন্ত অনুষ্ঠানের আয়োজকদের কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কংগ্রেসের তরফে বলা হয়েছে, ২৩ এপ্রিল এই অনুষ্ঠানের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। সঙ্গে এটাও জানান হয়েছিল, এই অনুষ্ঠান একদমই অরাজনৈতিক হবে। তবে বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, ২০১৭ সালের পর থেকে প্রায় প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এই ঘটনা নিয়ে তেলেঙ্গানা কংগ্রেস আঙুল তুলেছে শাসক দল টিআরএসের দিকে। কংগ্রেস সাংসদ রেভান্থ রেড্ডি বলেছেন, “রাহুল গান্ধীকে নিয়ে কেসিআর কোম্পানি এত ভয় পাচ্ছে কেন?” কংগ্রেসের মুখপাত্র জানিয়েছেন, “এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। কেসিআর কোম্পানির মনে রাখা উচিত পৃথক তেলেঙ্গানা রাজ্য তৈরি করতে অগ্রণী ভূমিকা ছিল সোনিয়া গান্ধীর। আজ কেসিআর পরিবার যে ক্ষমতা ভোগ করছে তা সোনিয়ার দান।”

রাহুল গান্ধীকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে বেশ উত্তপ্ত ওসমানিয়া ক্যাম্পাস। ইতিমধ্যেই ১৮ জন পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, রাহুল গান্ধীকে অনুমতি না দেওয়ায় তারা পাথর ছুঁড়ছিল। এই গ্রেফতারির তীব্র নিন্দা করেছে কংগ্রেস। রাহুল গান্ধী কেবলমাত্র পড়ুয়াদের সঙ্গে দেখা করে তাদের সমস্যা জানতে চেয়েছেন। কোনও রাজনৈতিক কর্মসূচির জন্য তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন না, এমনটাই বলা হয়েছে কংগ্রেসের তরফে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*