বিজেপি ক্ষমতায় ফিরলে তার জন্য দায়ী থাকবেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এদিন আপের নির্বাচনী ইশতাহার প্রকাশ অনুষ্ঠানে মহাজোট নিয়ে সরাসরি রাহুলকেই দুষেছেন কেজরিওয়াল ।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে আপ-কংগ্রেস জোট শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আপ কোনওদিনও কংগ্রেসের সঙ্গে জোট গড়ার কোনও স্বপ্ন দেখেনি কিন্তু দেশকে বাঁচাতে চেয়েছিলো। আমরা সবরকম ভাবেই কংগ্রেসের সঙ্গে জোট গড়তে চেয়েছিলাম কিন্তু লোকসভা নির্বাচনে মোদী ক্ষমতায় এলে তার জন্য দায়ী থাকবেন একমাত্র রাহুল গান্ধী, মন্তব্য করেন কেজরিওয়াল।
এদিন কেজরি আরও বলেন, আমার একটাই প্রশ্ন, কোন জোট ট্যুইটারে গঠিত হয়? জোট যদি গুরুত্বপূর্ণ হত তাহলে সরাসরি আলোচনা করার প্রয়োজন ছিল, প্রকাশ্যে শুধুমাত্র বিবৃতি দিয়ে কোনও সমস্যার সমাধান হয় না। পাশাপাশি কেজরিওয়ালের স্পষ্ট বক্তব্য রাহুলের কোনওদিনই ইচ্ছাই ছিল না এই জোট করার।
Be the first to comment