গুজরাটের নির্বাচনী প্রচারে ‘পাপ্পু’ শব্দটি ব্যবহার করতে পারবে না বিজেপি। হ্যাঁ, এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত,গুজরাটে টেলিভশনে এক নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পরই এই নির্দেশিকা জারি করেছে আদালত। বিজ্ঞাপনটিতে ওই শব্দটির মাধ্যমে কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধীকে নিশানা করা হয়। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করে থাকে বিরোধীরা। সম্প্রতি সেই শব্দটি ব্যবহার করে গুজরাটে বিধানসভা নির্বাচনে একটি দলীয় বিজ্ঞাপন তৈরি করে বিজেপি। যদিও বিজেপির দাবি বিজ্ঞাপনের সঙ্গে কোনও ব্যক্তির যোগ নেই। তবুও বিজেপির এই সাফাই মানতে রাজি নয় কংগ্রেস। শব্দ ও বিজ্ঞাপনটি প্রত্যাহারের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তারা। এর পরই ‘পাপ্পু’ শব্দটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। ঘটনা প্রসঙ্গে বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞাপন দেওয়ার আগে ছাড়পত্র পাওয়ার জন্য তার খসড়া কমিটির কাছে জমা দিতে হয়। কমিটি এক্ষেত্রে ‘পাপ্পু’ শব্দটিতে আপত্তি জানিয়েছে। এই শব্দটি সরিয়ে ফেলতে বা অন্য কোনও শব্দ ব্যবহার করতে বলেছে কমিটি।
Be the first to comment