প্রতিদিনই একটি করে নতুন প্রশ্ন। এবার কৃষকদের দুরবস্থা সংক্রান্ত প্রশ্ন করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। বৃহষ্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে রাহুলের নবম প্রশ্ন, না ঋণমুকুব, না উৎপাদনের ন্যায্যমূল্য। শস্য বিমার সুবিধা, না টিউবওয়েল কিছুই পাননি কৃষকরা।
পাশাপাশি, এদিন ট্যুইটারে আবারও প্রধানমন্ত্রীকে গব্বর বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, গব্বর সিংয়ের জন্য কৃষিক্ষেত্রে প্রভাব পড়েছে। জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং কৃষকদের বেকার করে দেওয়া হচ্ছে। এদিকে, রাহুল বলেন প্রধানমন্ত্রী কেন কৃষকদের সঙ্গে এই বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাব দিন।
Be the first to comment