লোকাল ট্রেন এখনও চালু হয়নি। তবে অতিমারিতে রেলে হকারদের হকারি করতে কোনও বাধা নেই। কিন্তু করোনা বিধি মেনেই তাঁদের হকারি করতে হবে বলে রবিবার জানিয়ে দিয়েছেন রেলের আধিকারিকেরা।
করোনা আবহে রেলের হকারেরা করোনা বিধি মানছেন না বলে সম্প্রতি বেশ কয়েকটি সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে। তাই চলন্ত ট্রেনে ও প্ল্যাটফর্মে নাকি হকারি নিষিদ্ধ করা হচ্ছে। এই জল্পনা শুনে অনেকেরই প্রশ্ন, তা হলে কি করোনা আবহে ট্রেনে হকারি নিষিদ্ধ হয়ে গেল? রেল সূত্রের খবর ‘‘চলন্ত ট্রেনে হকারি বন্ধের বিষয়ে কোনও নির্দেশ জারি করা হয়নি। তবে করোনা পরিস্থিতিতে হকারদের যাবতীয় সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনেই হকারি করতে বলা হয়েছে।”
Be the first to comment