নিম্নচাপের জেরে রাজ্যে ফের বাড়তে চলেছে বৃষ্টিপাত

Spread the love

বুধবার থেকে দেশজুড়ে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হবে রাজ্যজুড়ে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে।

ওড়িশা উপকূল ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। শক্তি সঞ্চয় করে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে দিকে অগ্রসর করবে এই নিম্নচাপ। গুজরাত থেকে নিম্নচাপ অক্ষরেখা ওড়িশার উপকূলে নিম্নচাপের উপর দিয়ে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। নিম্নচাপের প্রভাবে রাজ্যে বাড়বে বৃষ্টি। সেই সঙ্গেই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে গোটা দেশজুড়ে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে।

কলকাতায় মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। মাঝে মধ্যেই ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে শহর থেকে শহরতলীতে। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বৃষ্টি হয়েছে ছিটেফোঁটা।

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে । সপ্তাহ শেষে এই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টিপাতে সর্তকতা জারি করা হয়েছে । ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি ও কোচবিহারে।

মৌসম ভবন জানিয়েছে, উত্তর ভারতে ফের সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। ১৯ জুনের পর থেকে থমকে গিয়েছিল মৌসুমী বায়ু। দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানের বেশ কিছু অংশে আগামী কয়েক দিনের মধ্যে সক্রিয় হবে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু প্রভাবে আগামী কয়েকদিন গোটা দেশজুড়ে বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*