সকাল থেকেই আকাশের মুখভার! রোদের দেখা মেলেনি। কোথাও কোথাও ছিঁটেফোঁটা বৃষ্টিও হচ্ছে।হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার সারাদিনই মেঘলা আকাশ থাকবে। রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।কলকাতাতেও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার ভারী বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।এদিকে দক্ষিণবঙ্গে আগামিকাল থেকে বৃষ্টি কমলেও বুধবার থেকে মুষলধারে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।ইতিমধ্যেই তিস্তা তোর্সা জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়ছে। বিপদসীমার কাছাকাছি চলে এসেছে বলে খবর। একটানা ভারী বৃষ্টি হলে নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Be the first to comment