আবারও বৃষ্টি বাড়তে চলেছে উত্তরবঙ্গে। মালদা ও দুই দিনাজপুর ছাড়া বাকি ৫ জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে মৌসম ভবন। ১৪ জুলাই দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। শনিবার পর্যন্ত পাহাড়ের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, জুনের বৃষ্টির খামতি মেটার কোনও লক্ষণ নেই জুলাইয়েও। সময় যত এগোবে, সেই ঘাটতি আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে (পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টি হবে)। তবে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আদ্রতাজনিত অস্বস্তিও।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য। উত্তর বঙ্গোপসাগরে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। আজ, ১৫ জুলাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
Be the first to comment