রোজদিন ডেস্ক :- আবহাওয়ার পূর্বাভাস আগেই ছিল যে শনিবার থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা গুলিতে বৃষ্টিপাত হতে পারে। সেই মতোই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে ঝিরঝিরে বৃষ্টি। মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর পূর্বেই জানিয়েছিল যে একটি নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায়। পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হবে সেটি।
যদিও এই নিম্নচাপ এখন তামিলনাডু উপকূলের দিকে। পরোক্ষ প্রভাবে বাংলায় আসবে জলীয় বাষ্প। ফলে পৌষে বৃষ্টি হবে বাংলায়।
শনিবার ও রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া পাবেন। তবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশার থাকতে পারে। রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টি আবার কোথাও কোথাও তুষারপাতও হতে পারে। আর ঘন কুয়াশার পূর্বাভাস আছে।
Be the first to comment