নিম্নচাপের জেরে মঙ্গলের রাত থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বুধবার সকালেও আকাশের মুখভার। সেইসঙ্গে চলছে তুমুল বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ হাওড়া এবং নদিয়া জেলার বিক্ষিপ্ত এলাকায় আগামী ২ থেকে ৩ ঘণ্টা দফায় দফায় বৃষ্টি চলবে।
আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণাতেও। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ধীর গতিতে স্থলভাগের দিকে এগোনোর কারণে বঙ্গে লক্ষ্মীবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।
বুধবার আকাশ মেঘলা থাকবে। সারা দিন জুড়েই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। এর ফলে রাস্তায় যানজটের সম্ভাবনাও দেখা দিতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
এদিকে টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়ছে। অন্যদিকে জল ছাড়তে শুরু করেছে ডিভিসিও। এই দুইয়ের কারণে রাজ্যের অন্তত সাতজেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ার জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে নবান্ন।
Be the first to comment