দক্ষিণে ছিটেফোঁটা বৃষ্টি। আর উত্তরে তুমুল বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি। আগামী দু-তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তর-পূর্ব ভারতের রাজ্য এবং সিকিম ও উত্তরবঙ্গে। কলকাতাসহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কম।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতায় মূলত মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না-হলে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টি হয়েছে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ।
উত্তরবঙ্গে ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে প্রবল বৃষ্টি অর্থাৎ অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি হবে জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পংয়ে। উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু দুর্বল। তাই ভারী বা অতিভারী বৃষ্টির কোনও প্রশ্নই নেই আগামী চার-পাঁচ দিন। কোথাও ছিটেফোঁটা, কোথাও বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ-পশ্চিমী বাতাসে ভর করে জলীয় বাষ্প উত্তরবঙ্গে ও উত্তর-পূর্ব দিকের রাজ্যগুলিতে যাচ্ছে। এর ফলে বৃষ্টি না-হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। অন্যদিকে, দেশের আরব সাগর তীরে অক্ষরেখার প্রভাবে পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা। গুজরাত, মহারাষ্ট্র, কেরালা, কর্নাটকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা কোঙ্কন, গোয়া, সৌরাষ্ট্রে।
Be the first to comment