অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। আজ থেকেই বর্ষার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায়। তবে মৌসুমী বায়ু এখনও দুর্বল। সপ্তাহখানেক আগেই উত্তরবঙ্গে বর্ষার আগমন ঘটেছিল। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা আসতে দেরী হওয়ায় এক চিলতে বৃষ্টির অপেক্ষায় হাপিত্তেশ করে বসেছিল দক্ষিণবঙ্গবাসী। শেষে ১৫ দিন পর দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে প্রবেশের পর দক্ষিণবঙ্গে প্রবেশে ১৫ দিন সময় নিল বর্ষা। গত ৩ জুন বর্ষা ঢুকেছিল উত্তরবঙ্গে। ১১ জুন কলকাতায় বর্ষা ঢোকার কথা ছিল। কিন্তু মৌসুমি বায়ুর গতিপথের হেরফেরের কারণে নির্ধারিত সময়ের প্রায় সাত দিন পর বর্ষা এল দক্ষিণবঙ্গে।
বর্ষার জেরে ইতিমধ্যেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। তবে মৌসুমী বায়ু দুর্বল হওয়ার কারণে বৃষ্টির পরিমাণ কম থাকবে। হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে আগামী তিন দিন বৃষ্টি চলবে দক্ষিণের সব জেলাতেই। দক্ষিণে বর্ষার ব্যপকতা এখনই দেখা না গেলেও উত্তরে জোর প্রভাব পড়েছে। আগামী ৪৮ ঘন্টায় প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে। শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে দার্জিলিং কালিম্পং-এ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গে ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করেই আগে থেকে সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।
Be the first to comment