অপেক্ষার অবসান! আসছে বর্ষা। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। চলতি সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র পৌঁছে যাবে মৌসুমী বায়ু। ফলে বৃষ্টি একটু বাড়বে। উত্তরেও প্রবল বৃষ্টির সম্ভাবনা। নদীর জলস্তর বাড়বে। ধসের সম্ভাবনাও থাকছে। আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ। আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় ধস নামতে পারে। তিস্তা, রায়ডাক সহ বেশ কয়েকটি নদীর জলস্তর বাড়বে।
নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও থাকছে। শস্যেরও ক্ষতি হতে পারে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী চার-পাঁচ দিন। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমেই বাড়বে। রবিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। আপাতত নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ উত্তরবঙ্গ লাগোয়া জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি হবে।
দেশে তাপপ্রবাহের সম্ভাবনা আর নেই। আজ দিল্লি, পঞ্জাব হরিয়ানা সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টি বাড়বে। গোয়া, কর্নাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলঙ্গানায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতের রাজ্য বিহারেও।
Be the first to comment