আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ঝেঁপে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট

Spread the love

আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি আসছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পূর্বাভাস রয়েছে ঝোড়ো হাওয়ার।

সবেমাত্র ইয়াস মোকাবিলা করে উঠেছে বাংলা। এরইমধ্যে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া।

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গাতেও বাজের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। তবে এখানে ঝড়ের গতি আরও খানিকটা বেশি হতে পারে। পূর্বাভাস বলছে, ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইবে হাওয়া। বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।

ইয়াসের প্রভাবে রাজ্যজুড়ে যে বৃষ্টিপাত হয়েছে, তারই দাপট এখনও পুরোপুরি সামাল দিয়ে ওঠা যায়নি। বিভিন্ন জায়গায় জমা জল তো রয়েছেই। সঙ্গে বহু জায়গাতেই বাড়ির চাল পর্যন্ত উড়ে গিয়েছে। সঙ্গে আবার একাধিক জেলায় টর্নেডোর প্রভাবও লক্ষ্য করা গিয়েছে।

অন্যদিকে এদিন বিকেলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। রবিবার বিকেলে তিরিশ মিনিটের ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় বালুঘাট শহরের বিভিন্ন জায়গা। এমনকী শহরের জেলা প্রশাসনিক ভবনের সামনের রাস্তাতেও হাঁটু জলে দাঁড়িয়ে পড়ে। দক্ষিণ দিনাজপুর জেলাতেও গত ২ দিন ধরে চলছে মাঝারি ও ভারী বৃষ্টিপাত। আবার মালদহের  হরিশচন্দ্রপুরে বজ্রাঘাতে মৃত্যু হয় দু’জনের। এর মধ্যে একজন মাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছে। আহত হন একজন। রবিবার বজ্রপাত-সহ বৃষ্টি চলছে জেলা জুড়ে।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*