আরও ১৫ দিনের জন্য লকডাউনের মেয়াদ বাড়ল রাজস্থানে

Spread the love

এবার লকডাউনের মেয়াদ বৃদ্ধি করল রাজস্থান সরকার। আরও ১৫ দিনের জন্য লকডাউন জারি হল এই রাজ্যে। রবিবার ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তের পর এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজস্থানে লকডাউন চলবে আগামী ৮ জুন পর্যন্ত।

প্রসঙ্গত, গত দু’দিন ধরেই রাজস্থানে লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে চর্চা চলছিল। রবিবার অবশেষে দু’সপ্তাহের জন্য লকডাউন ঘোষণার পরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহরে ভিড় শুরু হয়ে যায়। প্রশাসনের তরফে ইতিমধ্যেই এই দু’সপ্তাহের লকডাউনের জন্য নতুন গাইডলাইন জারি করা হয়েছে। ২৪ মে সকাল ৫টা থেকে আগামী ৮ জুন সকাল ৫টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে।

প্রশাসন জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত সমস্ত বিবাহ অনুষ্ঠান স্থগিত রাখারও অনুরোধ জানানো হয়েছে রাজ্যবাসীর কাছে। এছাড়াও জানা গিয়েছে, ২৮ মে দুপুর ১২টা থেকে আগামী মঙ্গলবার অর্থাৎ ১ জুন সকাল ৫টা পর্যন্ত বাজার বন্ধ থাকবে। এরপর ফের ৪ জুন বেলা ১২টা থেকে ৮ জুন সকাল ৫টা পর্যন্ত বাজার খোলা থাকবে। যদিও অত্যাবশ্যক পণ্যের সরবরাহে কোনও নিষেধাজ্ঞা থাকবে না। এছাড়াও মাস্ক না পরে অযথা রাস্তায় ঘুরে বেড়ানোর জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজারা টাকা করা হয়েছে।

এদিকে, লকডাউনের সময়সীমা বৃদ্ধি করল হরিয়ানা সরকারও। আগে জারি করা লকডাউনের বিধিনিষেধ শেষ হয়েছে রবিবারই। সংক্রমণের গ্রাফ আরও নিম্নমুখী করতে বিধিনিষেধ বাড়ানো হল আরও এক সপ্তাহের জন্য। এই রাজ্যের সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন। অন্যদিকে, ক্রমেই আশার আলো দেখছে দিল্লি। ধীরে ধীরে কমছে সংক্রমণের গ্রাফ। আর তাই আরও এক সপ্তাহের জন্য লকডাউন বজায় রাখার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। রবিবার এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী সুখবরও শোনান। তিনি বলেন, ‘সংক্রমণ নিম্নমুখী হলে ৩১ মের পর থেকে শুরু হবে আনলক পর্ব।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*