বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, বিকেলেই শপথগ্রহণের সম্ভাবনা

Spread the love

সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই ভাঙছে-গড়ছে জোট। বিজেপিকে হারাতে ২৬টি বিরোধী দল মিলে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট। ওই জোটের কাণ্ডারী ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। নির্বাচন এগিয়ে এসেছে, এই সময়ে জোটের হাত শক্ত করার বদলে নিজেই শিবির বদল করছেন নীতীশ। মহাগঠবন্ধন জোট ছেড়ে তিনি ফের যোগ দিচ্ছেন বিজেপি শাসিত এনডিএ-তে। আজ, রবিবারই বিহারের মহা নাটকের যবনিকা পতন হতে পারে। ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে পৌঁছন নীতীশ। ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী পদে। তবে এদিন সকালে দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন রাহুল।

সূত্রের খবর, রবিবার সকালে পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন নীতীশ কুমার। বৈঠক সেরেই তিনি রাজ্যপালের কাছে যান। সেখানেই মুখ্যমন্ত্রী পদ থেকে সাময়িকভাবে ইস্তফা দেবেন নীতীশ। এরপরই তিনি এনডিএ শিবিরে যোগ দেবেন। মহাগঠবন্ধন জোট ভাঙিয়ে নিজের বিধায়কদের পাশাপাশি কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ককেও নিয়ে এনডিএ-তে যাবেন নীতীশ কুমার। সব কিছু ঠিক থাকলে রবিবার বিকেলেই আবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ কুমার। 

২০২২ সালে নীতীশ কুমার যখন এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন, সেই সময় বিজেপি বলেছিল, নীতীশের জন্য জোটের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। তবে দেড় বছর কাটতে না কাটতেই সেই বন্ধ দরজা আবার খুলে গিয়েছে। বিজেপির নেতারা নীতীশকে জোটে ফেরানো নিয়ে প্রথমে গাঁইগুঁই করলেও, রবিবার রাতেই তাদের থেকে সমর্থন পত্র সংগ্রহ করা হয়।

এনডিএ জোটের অন্যান্য শরিকদেরও রাজি করিয়েছে বিজেপি। শনিবারই এলজেপি প্রধান চিরাগ পাসওয়ানের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরপরই নীতীশ কুমারকে সমর্থন করতে রাজি হন চিরাগ। জিতেন রাম মাঝির দলও নীতীশ কুমারকে সমর্থন করতে রাজি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*