হাইকোর্টে স্বস্তি পেলেন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার, জেরার মুখোমুখি হওয়ার নির্দেশ

Spread the love

অবশেষে হাইকোর্টে স্বস্তি পেলেন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। আদালতের নির্দেশে রক্ষাকবচ পেলেন তিনি। আগামী একমাসের জন্যে এই রক্ষাকবচ বহাল থাকবে বলেই নির্দেশে দিয়েছে হাইকোর্ট। যদিও সিবিআইকে জিজ্ঞাসাবাদের জন্যে সবরকম সাহায্য করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সম্ভবত আগামী ১৪ জুন এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।

এদিন শুনানি শেষে আদালত নির্দেশে আরও জানায় যে, এখনই দেশের বাইরে যেতে পারবেন না রাজীব কুমার। পাসপোর্ট এবং অন্যান্য জরুরি কাগজ পত্র সিবিআই এর কাছে জমা রাখতে হবে। স্থানীয় পুলিশ থানায় প্রতিদিন হাজিরা দিতে হবে রাজীবকে। যোগাযোগ রাখতে হবে সিবিয়াইয়ের সঙ্গেও। রাজ্য সরকারের কোনও কাজে রাজীব বাইরে যেতে পারবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

পাশাপাশি রাজীব কুমার যাতে সিবিআইকে সবরকম সাহায্য করেন সেই নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। যখনই তাঁকে তলব করা হবে তখনই তাঁকে যেতে হবে। সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। আগামী ১২ জুনের মধ্যে এই সংক্রান্ত হলফনামা তলব করেছেন বিচারপতি প্রতীক প্রকাশ বন্দোপাধ্যায়। মামলার পরবর্তী শুনানি ১২ জুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*