কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য নষ্ট করার কোনো প্রমাণ সুপ্রিম কোর্টে দিতে পারলোনা সিবিআই। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চে অভিযোগ উঠেছিল রাজীব কুমার তথ্য নষ্ট করেছেন এবং তাই তাঁকে জেরা করার প্রয়োজন আছে। প্রধান বিচারপতিও বলেছিলেন রাজীব কুমার যদি তথ্য নষ্ট করে থাকেন তা অপরাধ আর সিবিআইকে বলা হয়েছিল রাজীব কুমারের তথ্য নষ্ট করার প্রমাণ দিতে।
শুক্রবার সিবিআই নির্দেশক ঋষিকুমার শুক্লা ৪৭ পাতার একটি হলফনামা পেশ করেন কিন্তু তাতে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য লোপাট করার কোনো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি এমনটাই জানা গেছে।
Be the first to comment