রাজীব কুমারের আবেদন খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট

Spread the love

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার আইপিএস রাজীব কুমাররের গ্রেফতারির রক্ষাকবচ বাড়ানোর আবেদন খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট ৷ রাজীবকে ট্রায়াল কোর্টে আবেদনের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷

উল্লেখ্য, চিটফান্ড তদন্তে রাজীব কুমারকে গ্রেফতারিতে ৭ দিনের আইনি রক্ষাকবচ দেওয়া হয় ৷ সেই সময়কালের মেয়াদ আজ অর্থাত্‍‌ শুক্রবার শেষ হচ্ছে ৷ এরপরই আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আবেদন করেন রাজীব কুমার ৷ আবেদনে তিনি জানান, কলকাতায় আইনজীবীরা কর্মবিরতি আন্দোলন করছেন ৷ তাই তাঁর গ্রেফতারির রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হোক ৷ তবে এদিন শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দেয়, রাজীব কুমারকে ওই আবেদন নিয়ে ট্রায়াল কোর্টে যেতে হবে বা হাইকোর্টে ৷ শুনানিতে সুপ্রিম কোর্টের মন্তব্য, বিচারপতিরা আন্দোলনে নেই ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*