নির্দেশ ছিলো সকাল ১০ টায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হাজিরা দিতে হবে সিবিআই দপ্তরে। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সিজিও কমপ্লেক্সে এলেন না রাজীব কুমার। তবে তিনি তাঁর দুই প্রতিনিধিকে সোমবার সিজিও কমপ্লেক্সে পাঠান। তাঁরা সিবিআই আধিকারিকদের জানান, এই মুহূর্তে ব্যক্তিগত কাজে ছুটিতে রয়েছেন রাজীব কুমার। তাই সিবিআই-এর কাছে হাজিরার জন্য রাজীব কুমারকে তিনদিন সময় দিতে আর্জি জানান প্রতিনিধিরা।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যেবেলা সিবিআই-এর অফিসাররা রাজীব কুমারের বাড়িতে যান। পরে তাঁরা DC সাউথের অফিস এবং ভবানী ভবনেও যান। আজ তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে কোনও অসুবিধা নেই সিবিআই-এর।
এদিকে ইতিমধ্যে বারাসাত আদালতে আগাম জামিনের আর্জি জানান রাজীব। কিন্তু, সময় ও পদ্ধতিগত ত্রুটির জন্য সেই আবেদন বাতিল হয়ে যায়। বিপাকে পড়েন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। এর ফলে, যে কোনও সময় এখন রাজীবকে গ্রেপ্তার করতে পারে সিবিআই বলে ওয়াকিবহল মনে করছে। গ্রেপ্তারি এড়াতে রাজীব যাতে দেশের বাইরে চলে না যান, তা রুখতে লুক আউট নোটিশ জারি করা হয়েছে।
মনে করা হয়েছিল আজ বারাসাত আদালতে আগাম জামিনের আর্জি জানাতে পারেন রাজীব কুমার। তবে কোনও আবেদন জমা পড়েনি। পুরো বিষয়টির দিকে নজর রাখছেন সিবিআই-এর তদন্তকারী অফিসাররা।
Be the first to comment