‘বাংলার পুলিশ নিঃশব্দে তাদের দায়িত্ব পালন করছে’ রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন রাজীব কুমার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- বাংলায় জাল পাসপোর্টের রমরমা কারবার রুখতে এবং সন্ত্রাস দমনে সর্বদা সজাগ ও তৎপর রয়েছে কলকাতা তথা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন। পুলিশ সর্বক্ষণ তাদের কাজ ঠিকমতো করছে বলেই জঙ্গিরা পুলিশ ও গোয়েন্দাদের জালে উঠছে। কিন্তু, বাংলার পুলিশ তাদের দায়িত্ব পালন করছে নিঃশব্দে। তাই, তাদের উপর ভরসা রাখা হোক!

সম্প্রতি কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে এক সন্দেহভাজন বাংলাদেশিকেও গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। এ বার এই সব বিষয়ে মুখ খুলল রাজ্য এবং কলকাতা পুলিশ। রবিবার দুপুরে লালবাজারে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম। বাংলাদেশি জঙ্গি ধরা পড়ায় সাধারণ মানুষের উদ্বেগের কোনও কারণ নেই, আশ্বস্ত করেছে পুলিশ। রাজীব কুমার রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেছেন, রাজ্যের মানুষ নিরাপদে রয়েছেন। জঙ্গিদমনে কলকাতা এবং পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট সক্রিয়।
রাজীব কুমার এদিন বলেন, ‘ওপার বাংলার অশান্ত পরিস্থিতির সুযোগ কেউ বাংলাতে কাজে লাগাতে পারবে না। যারা সমস্যা তৈরির চেষ্টা করবে আমরা তাদের গ্রেপ্তার করব।’ তিনি জানান, ক্যানিং থেকে জঙ্গি জাভেদ মুন্সিকে গ্রেপ্তারের নেপথ্যেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ। রাজীব কুমারের কথায়, ‘আমরা দু’দিন ধরে ওই জঙ্গির উপর নজর রেখেছিলাম। তারপর কাশ্মীর পুলিশকে খবর দেওয়া হয়।’
এছাড়াও, রাজীব কুমার জানান, ‘পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ-এর দেওয়া তথ্যের মাধ্যমেই কাশ্মীরের বাসিন্দা ওই জঙ্গির খোঁজ পাওয়া গিয়েছিল। তাকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। জঙ্গিদমনে আমাদের রেকর্ড অতীতেও ভালো ছিল। এখনও ভালো আছে। আগামী দিনেও আমরা সেই রেকর্ড ধরে রাখার চেষ্টা করব।’
এদিনের সাংবাদিক বৈঠকে ডিজি আরও বলেন, ‘রবিবার দুপুরে আমরা সব সিনিয়র অফিসাররা আছি মানে বুঝতেই পারছেন, আমরা কতটা সিরিয়াস। কোনও উগ্রপন্থী যাতে ভারতীয় পাসপোর্ট না পায়, তার জন্য যা যা করণীয় সব করছে রাজ্য পুলিশ।’ এদিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘পাসপোর্টের ঠিকানা ভেরিফাই করার ক্ষেত্রে কোনও ভূমিকা নেই পুলিশের। পাসপোর্ট অথরিটি সেই নির্দেশ দিয়ে রেখেছে। আমরা বলেছি, এটা পরিবর্তন করতে হবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*