এবার শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের দাম কমিয়ে সাধারণ মানুষের দুর্দশা মুক্তির জন্য পদক্ষেপ করার কথা বলেছেন তিনি। তবে সরাসরি শুভেন্দু অধিকারীর নাম না বললেও তাঁর ফেসবুক পোস্টে ‘বিরোধী নেতাকে বলব…’ অংশটির ফন্ট বাড়িয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকেই একহাত নিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, বিজেপি থেকে তৃণমূলে ফেরার জল্পনা নতুন করে বাড়িয়ে তোলা রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিরোধী নেতাকে বলব… যার নেতৃত্বে ও যাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে বাংলার মানুষ ২১৩টি আসনে তাঁর প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুর্দশা মুক্তির জন্য পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যহ্রাস করাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত।’
আর এই ঘটনা সামনে আসার পরই তৃণমূল নেতা কুণাল ঘোষ ট্যুইট করে কটাক্ষের সুরে বলেছেন, ‘কেমন যেন পোড়া পোড়া গন্ধ। দমবন্ধের ভাব। যুবনেতা থেকে বাহুবলী, নেত্রী থেকে ডাক্তারবাবু, ভারী উদাসী মন। আর আদি বিজেপি? জাদুঘরে আলাদা গ্যালারিতে স্মারক হিসেবে থাকুক। শপথ দেখে অনেকে বিপথে না যায়!!’
Be the first to comment