কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচের মেয়াদ শেষ হচ্ছে আজ রাত ১২টায় ৷ এরপর যে কোনও সময় তাঁকে গ্রেফতার করতে পারবে সিবিআই ৷ যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রাজীব কুমারকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে ৷ সেখানে তাঁর অসঙ্গতি পাওয়া গেলে গ্রেফতার করা হবে ৷ এদিকে শুক্রবার সুপ্রিম কোর্টে রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেন রাজীব কুমার ৷ সেখানে ফের তিনি ধাক্কা খান ৷ মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদলত ৷
আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চের বিচারপতি সঞ্জীব খান্না জানান, চিটফান্ড মামলায় রাজীব কুমারের বিরুদ্ধে রায় দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ ফলে রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হবে রাজীব কুমারকে ৷
এছাড়া শুনানিতে বিচারপতি রাজীব কুমারকে বলেন, আপাতত রাজীব কুমারকে আগাম জামিনের জন্য নিম্ন আদালতেই আবেদন করতে হবে ৷ এরপরই তোড়জোড় শুরু করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার ৷ এদিন তিনি দিল্লিতে থাকলেও তাঁর হয়ে একজন আইনজীবী বারাসাত আদালতে যান ৷ সেখানে তিনি আগাম জামিনের জন্য আবেদন করেন ৷ তখনই আইনজীবীদের একাংশ তার বিরোধিতা করে বিক্ষোভ দেখান ৷ তাদের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে ওই আবেদন করা হয়েছে ৷ তারপরই বিচারক ত্রুটিপূর্ণ আবেদন বলে তা খারিজ করে দেন ৷ ফের তাঁকে আবেদন করতে বলা হয় ৷
তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাংশের দাবি, সাত দিনের সময়সীমা শেষ হলেই তারা রাজীবের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেন। তাঁকে গ্রেফতার করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ সিবিআইয়ের হাতে রয়েছে।
Be the first to comment