‘ওরা পাকিস্তানই সামলাতে পারে না, কাশ্মীর কীভাবে সামলাবে’? আফ্রিদির মন্তব্যকে সমর্থন রাজনাথের

Spread the love

বুধবার ব্রিটিশ পার্লামেন্টে একদল ছাত্রের সামনে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেছিলেন, পাকিস্তানের কাশ্মীর দরকার নেই। আমাদের সরকার চারটি প্রদেশই সামলাতে পারে না, কাশ্মীর নিয়ে কী করবে? বৃহস্পতিবার আফ্রিদির এই মন্তব্যকে সমর্থন করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

উল্লেখ্য, বৃহস্পতিবার ছত্তীসগড়ের রাইপুরে ভোটের প্রচারে গেছিলেন রাজনাথ সিং। সেখানেই এক সাংবাদিক সম্মেলনে আফ্রিদির মন্তব্যের সমর্থনে কথা বলতে শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রীকে। রাজনাথ সিং বলেন,  আফ্রিদি যেটা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। ওরা পাকিস্তানই সামলাতে পারে না, কাশ্মীর কীভাবে সামলাবে? কাশ্মীর ভারতের অঙ্গ ছিল, আছে ও থাকবে।

বুধবার লন্ডনের ওই অনুষ্ঠানে আফ্রিদি আরও বলেছিলেন, কাশ্মীরে মানুষ মারা যাচ্ছেন। তা খুবই দুঃখজনক। তার চেয়ে পাকিস্তান বলুক, আমাদের কাশ্মীর চাই না। ভারতকেও কাশ্মীর দেওয়ার দরকার নেই। কাশ্মীর বরং স্বাধীন দেশ হোক। সেখানে বহু মানুষ নিহত হচ্ছেন। এমন হওয়া উচিত নয়। মানুষকে এভাবে মরতে দেখলে দুঃখ হয়। মানবতার স্বার্থে এত মৃত্যু বন্ধ হওয়া দরকার।

এদিকে, গতকাল ওই মন্তব্যের পর অবশ্য নিজের অবস্থান থেকে বেশ খানিকটা সরেছেন আফ্রিদি। তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক হচ্ছে দেখে এই প্রাক্তন পাক ক্রিকেটার একটি টুইট করেন। সেখানে তিনি বলেন, আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে ভারতীয় সংবাদমাধ্যম। আমি আমার দেশকে ভালোবাসি ও কাশ্মীরের মানুষদের সংগ্রামকে সম্মান করি। কাশ্মীরের লোকেদের নিজেদের অধিকার ফেরত পাওয়া উচিত। মানবতা ফিরে আসুক কাশ্মীরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*