প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রসঙ্গে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে হবে। এই দাবিতে শুক্রবারও উত্তাল হল সংসদের দুই কক্ষই। তুমুল হট্টগোলে ২৭ ডিসেম্বর, বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। শুক্রবার অধিবেশনের শুরু থেকে উত্তপ্ত হয় লোকসভা। গুজরাট নির্বাচনের প্রচারের সময় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মন্তব্য করেছিলেন, তার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমা চাইতে হবে।
কংগ্রেস সাংসদদের এই দাবিতে শীতকালীন অধিবেশনের ষষ্ঠ দিনেও উত্তপ্ত হল সংসদের দুই কক্ষই। আজ রাজ্যসভার অধিবেশনের শুরুতেই সেই ইস্যুতে সরব হন কংগ্রেস সাংসদরা। সংসদ মুলতুবি প্রস্তাব আনেন তাঁরা। তুমুল হইচই শুরু হলে ২৭ ডিসেম্বর সকাল ১১টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের উচ্চকক্ষ। এদিকে অধিবেশনের শুরুতেই আজ একই ইস্যুতে উত্তপ্ত ছিল লোকসভাও।
Be the first to comment